ভাঙচুর

৬:৩০:০০ AM Kingshuk 0 Comments

সাদামাটা কাঁচা হাতে লেখা বাংলা কবিতায়
তার মন তো গলে নি হায়
স্প্যানিশ গিটারে বিদেশি ভাষায়
তার প্রেম হাবুডুবু খায়
তাই মাটির ময়না কাগজের গয়না ছুঁড়ে ফেলে
সে মূর্ছা যায়, আদিখ্যেতা রঙিন মিথ্যা
দামি গাড়ির দরজায়, হায়
সত্য গোপন জেনেও অবুঝ খুকি,
সিগারেটের ধোয়ায় হুইস্কিতে হাত বাড়ায়
রঙিন ভুবন রঙিন শহর
বাঁধনহারা অহমিকায় ফেমিনিজম অট্টালিকা
মিথ্যা তবু সুখ ছড়ায়।
বড়লোকি, নাটের খুকি
মধ্যরাতে প্রেম বাড়ায়, পরিণতি একটু বাকি
বুজলো সে কি চোখের ভাষা, ভালোবাসা
কাপড় খোলায়।
দুদিন পরে চোঁখের জলে কাজল কালো মিশে যায়
মিথ্যে স্বপ্নের বাবুই বাসা
টুকটুকে লাল গাল বেয়ে নেমে আসা
ভালোবাসার খেসারতের আঁকাবাঁকা দাগগুলায়
প্রশ্নবিদ্ধ করুন হৃদয় আবার কাহার পানে চায়?


[[কিংশুক২০১৭জুন২২শাহজাহানপুর,ঢাকা৬৩১]]