খণ্ডিত বাঁশের দীর্ঘশ্বাস: ত্রিশব্দিক কাব্য

১২:৫৩:০০ AM Kingshuk 0 Comments

বিকেলের ক্লান্ত পাহাড়ে,
কনে-দেখা হলদে আলোতে
উল্লাসিত উজ্জ্বল চেহারায়,
প্রাণ সঞ্চারণী সুরব্যঞ্জনায়,
সুন্দরীদের কোলাহলে, ভিড়ে,
খুঁজেছি শুধুই তোমাকে ।

সূর্যটা মিলিয়ে গেছে
নীল পাহাড়ের আড়ে,
লাল-কমলা দিগন্তরেখায়,
আনন্দ আধার স্নিগ্ধতায়,
প্রতিটি তরুণীর অবয়বে,
খুঁজেছি শুধুই তোমাকে ।

জোছনায় অম্লান রজনীতে
তারার মেলায়, ফানুসে,
পায়ের তলায় মেঘ-ছায়ায়,
অগ্নুৎসবের আধারী আলোয়,
প্রত্যেক ঝাপসা নারীমূর্তিতে
খুঁজেছি শুধুই তোমাকে।


{{কিংশুক২০১৮জানুয়ারি০৬শাহজাহানপুর০৩৪৯}}