একদিন প্রেম হবে
চৈত্রের শেষে
বৈকালীন বৃষ্টিতে ভিজতে ভিজতে
আসমানী শাড়িতে
একজন রূপবতী একদিন হয়তো আসবে―
আমার পাশে বসে
সিগারেট জ্বালিয়ে
কাঁধে হাত ফেলে
চোখে চোখ রেখে
কিন্নর কণ্ঠে জিজ্ঞাস করবে,
কেমন আছো কিংশুক?
আমাদের দুজনকে গ্রাস করবে ধোঁয়া
আর চায়ের লিকারের গাঢ় রং
আমরা হয়তো সম্পূর্ণ বিকাল পার করবো
কিন্তু সেই কাল সংক্ষিপ্ত মনে হবে খুব
পৃথিবীর সব যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে
এরকম শত শত বিকালে আর সন্ধ্যায়।
সবাই শঙ্কিত হবে
কিন্তু আমাদের মনে থাকবে না একবিন্দু সংশয়
কাল পাত্র স্থান বিবেচনা করা হবে না কখনো
সুমধুর স্বরে ভুবনভোলানো গান হবে
খসখসে ভাঙা কণ্ঠে উচ্চারিত হবে
প্রিয় কবিতার শব্দগুলো
দেখো,
তোমরা দেখে নিও,
একজন সুন্দরী রমণীর সাথে
যার হৃদয় পরিপূর্ণ সাহসে
সেরকম এক বুদ্ধিমতী মেয়ের সাথে
আমার প্রেম হবে।
[[২০১৮ফেব্রুয়ারি২৫শাহজাহানপুর,ঢাকা০২৫৮]]
বৈকালীন বৃষ্টিতে ভিজতে ভিজতে
আসমানী শাড়িতে
একজন রূপবতী একদিন হয়তো আসবে―
আমার পাশে বসে
সিগারেট জ্বালিয়ে
কাঁধে হাত ফেলে
চোখে চোখ রেখে
কিন্নর কণ্ঠে জিজ্ঞাস করবে,
কেমন আছো কিংশুক?
আমাদের দুজনকে গ্রাস করবে ধোঁয়া
আর চায়ের লিকারের গাঢ় রং
আমরা হয়তো সম্পূর্ণ বিকাল পার করবো
কিন্তু সেই কাল সংক্ষিপ্ত মনে হবে খুব
পৃথিবীর সব যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে
এরকম শত শত বিকালে আর সন্ধ্যায়।
সবাই শঙ্কিত হবে
কিন্তু আমাদের মনে থাকবে না একবিন্দু সংশয়
কাল পাত্র স্থান বিবেচনা করা হবে না কখনো
সুমধুর স্বরে ভুবনভোলানো গান হবে
খসখসে ভাঙা কণ্ঠে উচ্চারিত হবে
প্রিয় কবিতার শব্দগুলো
দেখো,
তোমরা দেখে নিও,
একজন সুন্দরী রমণীর সাথে
যার হৃদয় পরিপূর্ণ সাহসে
সেরকম এক বুদ্ধিমতী মেয়ের সাথে
আমার প্রেম হবে।
[[২০১৮ফেব্রুয়ারি২৫শাহজাহানপুর,ঢাকা০২৫৮]]
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন