গুরু শিষ্য

৪:১৮:০০ AM Kingshuk 0 Comments

ভোর রাতে হঠাৎ সিগারেট এর গন্ধ। তীব্র গন্ধে ঘুম ভাংলো আমার।

চেয়ারে হেলান দিয়ে সিগারেট ফুকছেন হুমায়ূন আহমেদ।
আমি অত্যন্ত বিরক্ত বিচলিত এবং আতংকিত।

-কিরে, উইঠা পড়লি নাকি?
- জ্বি.  কিন্তু আপনি কি করেন এখানে? আপনাকে গুরু মানি। শ্রদ্ধা করি। ভালোবাসি। কিন্তু আপনি তাই বলে এখানে বসে বিড়ি ফুকবেন? এত রাতে?
- অবশ্যি। বন্ধু বিনা কোথাও যাই না। জানিস না তাও।  গাধা সাগরেদ নাকি তুই।
- গোস্তাকি ক্ষমা হয়।
-  শোন। দুটা কথা বলতে আসছি। বইলাই চলে যাব।
- দুইটা কেন দুই শ বলেন।
- হুম।  না করেছিলাম। তাও প্রেম করলি। আবার ধরাও খেলি। যাই হোক। যা হবার হয়েছে। এখন শোন। মন দিয়ে শোন।
- মন দিয়ে শুনছি।
- যে যেতে চায়, তাকে যেতে দে, বাধা দিস না। খামখা খামখেয়ালিপনা। বুঝছিস?
- চেষ্টা নিয়েছি।
- প্রেম পিরিত এগুলো সব বাদ দে। কাজ কাম কর। পড়াশোনা কর।  কাজে দেবে। বুঝলি?
- বুঝেছি।
- কি বলেছি, মনে থাকবে?
- জ্বি অবশ্যি। ইয়াদ রাখার ব্যবস্থা নিয়েছি।
- good. Very good. এখন তাইলে যাই।
-বিদায়।
- বিদায়।

হুমায়ূন আহমেদ চলে গেল। ফজরের আযান শুরু হয়েছে। আমি ওযু করে ঘুমিয়ে গেলাম।

[[কিংশুক২০১৫অক্টোবর০৯শান্তিনগর,ঢাকা০৪১৬]]