চলো একদিন

৩:৩৮:০০ AM Kingshuk 0 Comments

চলো যাই সেখানে,
নীলিমার নীল রং 
যেখানে কেড়ে নেয় ঘন সবুজ,
যেখানে সবুজ ছাপিয়ে 
দিগন্ত টেনে দেয় কমলা আভা।

চলো যাই সেখানে,
স্বচ্ছ জলের স্থবিরতা 
যেখানে ঠাঁই পায় না জঙলী কুহুতানে।
যেখানে স্নান সেরে মাছগুলোও
মিশে যায় কালচে সবুজের গায়ে।

চলো যাই সেখানে,
চায়ের পাতার রঙে 
যেখানে শরীর ভেজায় মানুষ।
যেখানে নদী প্রবাহিত
পাহাড়ের গা বেয়ে সমতলের দিকে। 

চল একদিন সবাই 
মিলে মিশে একাকার হই
প্রকৃতির নানা রঙে, বহু ঢঙে। 
চলো একদিন আবার
খুঁজে ফিরি নিজেকে
ভেসে বেড়াই বৈরাজ্ঞের আনন্দে। 


[[কিংশুক২০১৮আগস্ট১১শাহজাহানপুর,ঢাকা০৩৩৫]]