ফিরুনী
ফিরুনী
৲৲৲৲৲৲৲৲৲৲৲৲৲৲
প্রতিটি ব্যস্ত রাত্রে
অথবা পরিশ্রান্ত সূর্যাস্তে
ক্লান্ত সূর্য, হেলে পরা বিকাল বেলায়
কর্মযজ্ঞের উত্তপ্ত দুপুরে
আবার নব প্রভাতের হলদে আলিঙ্গনে
এবং আধার বিদারী আলোর ভোরে
মাঝরাত্তিরে--
অপেক্ষা করি তোমার কণ্ঠস্বরের
যে স্বরে মেশানো থাকে নরম নীলচে আদর
যে আদরে আমি অতলপুরে হারিয়ে যাই
যে আদরে আমি ফিরি কঠিন বাস্তবতায়
সে আদরেই আমার বাস, লুপে ঘোরা শ্বাস
আর আমার বিশ্বাস-
তুমি তোমার কোমল ভালোবাসা নিয়ে
জাজ অথবা মেলোডি তে গীত গেয়ে
বেহালার মূর্ছনায়
ফিরে আসবে অগোচরে
এক এলোমেলো অগোছালো উস্কোখুস্ক
অলস আর কিছু মনে না রাখতে পারা
পাগল-দর্র্শন বালকের হৃদয় কুঠুরিতে
তোমার হৃদয়খানি সযতনে তুলে রাখতে।
আমি প্রতি রাত থেকে রাত পর্যন্ত
প্রতিটি কর্ম বিরতিতে
চায়ের ধোঁয়ার সাথে
একাকিত্বে অথবা লোকারণ্যএ
অপেক্ষা করি।
[[২০১৭মে১৯শাহজাহানপুর,ঢাকা১৩৩৮]]
৲৲৲৲৲৲৲৲৲৲৲৲৲৲
প্রতিটি ব্যস্ত রাত্রে
অথবা পরিশ্রান্ত সূর্যাস্তে
ক্লান্ত সূর্য, হেলে পরা বিকাল বেলায়
কর্মযজ্ঞের উত্তপ্ত দুপুরে
আবার নব প্রভাতের হলদে আলিঙ্গনে
এবং আধার বিদারী আলোর ভোরে
মাঝরাত্তিরে--
অপেক্ষা করি তোমার কণ্ঠস্বরের
যে স্বরে মেশানো থাকে নরম নীলচে আদর
যে আদরে আমি অতলপুরে হারিয়ে যাই
যে আদরে আমি ফিরি কঠিন বাস্তবতায়
সে আদরেই আমার বাস, লুপে ঘোরা শ্বাস
আর আমার বিশ্বাস-
তুমি তোমার কোমল ভালোবাসা নিয়ে
জাজ অথবা মেলোডি তে গীত গেয়ে
বেহালার মূর্ছনায়
ফিরে আসবে অগোচরে
এক এলোমেলো অগোছালো উস্কোখুস্ক
অলস আর কিছু মনে না রাখতে পারা
পাগল-দর্র্শন বালকের হৃদয় কুঠুরিতে
তোমার হৃদয়খানি সযতনে তুলে রাখতে।
আমি প্রতি রাত থেকে রাত পর্যন্ত
প্রতিটি কর্ম বিরতিতে
চায়ের ধোঁয়ার সাথে
একাকিত্বে অথবা লোকারণ্যএ
অপেক্ষা করি।
[[২০১৭মে১৯শাহজাহানপুর,ঢাকা১৩৩৮]]
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন