আমি ও আমার এগারো লাখ সহপাঠী
এই যে প্রায় ১১ লাখ পোলাপাইন আমরা ১৬ তে HSC দিলাম। সবাই উচ্চতর শিক্ষা শুরু করতে যাচ্ছি।
কিন্তু কেন?
ফিনান্সিয়াল ফিটনেস, সোশ্যাল সিকিউরিটি, সুখের সংসার এই তো? এখন অন্য কিছুও মনে হতে পারে, জ্ঞানের জন্য, ভালো লাগা কিন্তু বিশ্বাস করেন, একটা সার্টেন টাইম পরে সবই পেটের দায়ে। তা আপনি ইঞ্জিনিয়ার হন আর ডাক্তার বা ব্যাংকার ব্যবসায়ী।
কিন্তু কেন?
ফিনান্সিয়াল ফিটনেস, সোশ্যাল সিকিউরিটি, সুখের সংসার এই তো? এখন অন্য কিছুও মনে হতে পারে, জ্ঞানের জন্য, ভালো লাগা কিন্তু বিশ্বাস করেন, একটা সার্টেন টাইম পরে সবই পেটের দায়ে। তা আপনি ইঞ্জিনিয়ার হন আর ডাক্তার বা ব্যাংকার ব্যবসায়ী।
ভালো ভার্সিটি তে তথাকথিত ভালো সাবজেক্ট এ ভর্তি হয়া বেপারটা কিন্তু ছেলে ভুলানো। কারণ আপনার অন্তর যা চায় না সেইটা অন্য জনের জন্য যাহাই হউক আপনার জন্য ভালো না। তাই ভালো সাবজেক্ট বা সাবজেক্ট ডিমান্ড একটা ধোঁকা। আর জব সিকিউরিটি? সেটা কখনোই সম্ভব না। পৃথিবীর কোনো কিছুই নিশ্চিত না। প্রতিবছর ১০-১১ লাখ ভাকেন্সি থাকে কি?
প্রায় ৫বছর পর কে কোথায় থাকবে কার চাকরি হবে কার কত সুন্দরী বউ বা একখানা ভালো বাসা হবে সেটা কখনোই কেউ জানতে পারবে না।
তবে আজ যদি আন্টি_এসোসিয়াশন এর মন শীতল করে তথা কথিত ভালো ভার্সিটির ভালো সাবজেক্ট এ পড়তে পারেন তবে কিন্তু সামনে ৪ বছর হেব্বি পার্ট।
এসব বাদ দেন। অন্যের ঘাড়ে আর কয়দিন? নিজের স্বপ্ন নিজে দেখেন। বিশাল বিশাল স্বপ্ন দেখেন। মানুষ তার স্বপ্ন সমান বড়। নিজে স্বপ্ন দেখেন আপনার আশেপাশের প্রিয়জনকেও স্বপ্ন দেখতে বলেন।
শুভকামনা সবার জন্য। সবার স্বপ্ন সুন্দর হোক, সুন্দর স্বপ্ন বাস্তব হোক।
এ এফ কিংশুক
এইচএসসি১৬, ঢাকা কলেজ।
২০১৬ অক্টোবর ১৮ মঙ্গলবার
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন