তবু মৃত্যু দেখিনি
প্রবীণে ডাকিয়া কহে নবিনেরে,
"দেখেছো কি মৃত্যু নিজ আখরে?"
নবীন যুবক চাহে অভিজ্ঞ প্রবীণেতে,
আর চাহে নির্লিপ্ত নীলাকাশে
নিজ মনে বারেক হাসিয়া সে ভাবে, 'দেখেছি তো বটে'
'কতবার দেখেছি যে ,
তাহা যদি জানিতে'
অস্ফুট ক্ষীণস্বরে কয়ে যায় খোকা
দেখেছি মৃত্যু
স্বপ্ন সিক্ত চোখের মৃত্যু
বহুক্ষণে তিলে তিলে গড়া ভালোবাসার মৃত্যু
আদরের ছোট্ট বিড়ালের মৃত্যু
আর এক প্রানবন্ত নিজের মৃত্যু
অতঃপর ফের প্রবীণের চোখে চোখ রাখিয়া
খোকা মৃদু হাসিয়া দৃপ্ত কণ্ঠে কহে,
"আমি মৃত্যু দেখিনি"
"দেখেছো কি মৃত্যু নিজ আখরে?"
নবীন যুবক চাহে অভিজ্ঞ প্রবীণেতে,
আর চাহে নির্লিপ্ত নীলাকাশে
নিজ মনে বারেক হাসিয়া সে ভাবে, 'দেখেছি তো বটে'
'কতবার দেখেছি যে ,
তাহা যদি জানিতে'
অস্ফুট ক্ষীণস্বরে কয়ে যায় খোকা
দেখেছি মৃত্যু
স্বপ্ন সিক্ত চোখের মৃত্যু
বহুক্ষণে তিলে তিলে গড়া ভালোবাসার মৃত্যু
আদরের ছোট্ট বিড়ালের মৃত্যু
আর এক প্রানবন্ত নিজের মৃত্যু
অতঃপর ফের প্রবীণের চোখে চোখ রাখিয়া
খোকা মৃদু হাসিয়া দৃপ্ত কণ্ঠে কহে,
"আমি মৃত্যু দেখিনি"
[[কিংশুক২০১৬সেপ্টেম্বর০৬শাহজাহানপুর,ঢাকা১৬২৩]]
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন