ঠাকরূণ বন্দনা
ঠাকরূণ, তুই বুদ্ধিমতি অতি;
ম বলতে বুঝিস আমার মতি।
কেবল বুঝলি না তুই --
তোর চক্ষুতারায় আমার দৃষ্টিপাত।।
ঠাকরূণ, তোর বিম্বে আমার বাস,
গাছের ছায়ায় গভীর দীর্ঘশ্বাস--
জানলি না তোর ভাঁজে,
আমার কল্য-কাব্য সাজে ।।
ঠাকরূণ, তুই বুদ্ধিমতি অতি;
ম বলতে বুঝিস আমার মতি।
ঠাকরূণ, তুই চাইলি আমার পানে
নিরব নিধি, বক্ষ-ওষ্ঠ-মনে
দেখলি না তুই ভালোবাসা
সত্যাবতির পরাশরের আশা
ঠাকরূণ, তুই বুদ্ধিমতি অতি;
ম বলতে বুঝিস আমার মতি।
তবু বুঝলি না তুই--
আমার জনমকার্য স্তুতি ।।
ঠাকরূণ, তুই বুদ্ধিমতি অতি;
ম বলতে বুঝিস আমার মতি।
ম বলতে বুঝিস আমার মতি।
কেবল বুঝলি না তুই --
তোর চক্ষুতারায় আমার দৃষ্টিপাত।।
ঠাকরূণ, তোর বিম্বে আমার বাস,
গাছের ছায়ায় গভীর দীর্ঘশ্বাস--
জানলি না তোর ভাঁজে,
আমার কল্য-কাব্য সাজে ।।
ঠাকরূণ, তুই বুদ্ধিমতি অতি;
ম বলতে বুঝিস আমার মতি।
ঠাকরূণ, তুই চাইলি আমার পানে
নিরব নিধি, বক্ষ-ওষ্ঠ-মনে
দেখলি না তুই ভালোবাসা
সত্যাবতির পরাশরের আশা
ঠাকরূণ, তুই বুদ্ধিমতি অতি;
ম বলতে বুঝিস আমার মতি।
তবু বুঝলি না তুই--
আমার জনমকার্য স্তুতি ।।
ঠাকরূণ, তুই বুদ্ধিমতি অতি;
ম বলতে বুঝিস আমার মতি।
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন