ক্যাম্পফায়ারের আগুন

২:৩৯:০০ AM Kingshuk 0 Comments

পড়ন্ত বিকেলে হাঁটতে হাঁটতে
যখন তেজহীন সূর্যিটা ডুবে যাবে,
হালকা আলো আর অনেকটা অন্ধকার
তখন গায়ে মেখে ক্যাম্পফায়ার জ্বালাবো।
একপাশে টাঙানো থাকবে টেন্ট, বেশ ছোট,
তাতে কোনোরকম জড়িয়ে মুড়িয়ে দুজন শোয়া যায়।
আর আরেকপাশে শুধুই জল, বিস্তৃত মহাসাগর অথবা বিশাল নদী,
যেখানে সমস্ত দুঃখ কষ্ট বেদনা অভিমান ক্রোধ রাগ অপমান জলাঞ্জলি দেয়া যায়।
আকাশে থাকবে অনেকগুলো তারা, স্পষ্ট এবং জ্বলজ্বলে,
যখন আঁধার কালো রাত ভয় দেখাবে, তখন অভয় দেবে ওরা।
বাতাস বইবে প্রচুর, দুষ্টু খেয়ালি বাতাস, তুমি বলতে,
যেন খেলা করছে আর তা থৈ ধীন তা নেচে চলেছে।
লাল আগুনের আভা তোমার গালে আদর দিবে,
আর আমি চেয়ে থাকবো তোমার মায়াময় মুখের দিকে।
জ্বলতে থাকা আগুনে তোমার গল্প দেখা যাবে,
আর আমি শুনতে থাকবো মিষ্টি হাসির শব্দ, কখনো কণ্ঠস্বর, সংগীতে অথবা কবিতায়।
যখন ভাটায় ভেসে যাওয়া মানবিক দুঃখ, সুখ হয়ে জোয়ারে ভিড়বে
যখন তারাগুলো ছুটে বেড়াবে সমস্ত আকাশে
যখন বাতাস উন্মাদনায় আগুনকে উস্কে দেবে
তখন একখানা প্রেম রচিত হবে, তোমায় আর আমার।
ক্যাম্পের সেই ক্ষণে,
প্রচন্ড আবেগ আর ভালোবাসা নিয়ে
আমি যদি তোমাকে নীলপদ্ম নিবেদন করি?

[কিংশুক২০১৭মে৩০শাহজাহানপুর,ঢাকা০২৩০]