ভয়ার্ত কবির ভালোবাসার গল্প

৪:৫৪:০০ PM Kingshuk 0 Comments

ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ডরায়।
আর আমি ভয় পাই ভালোবাসতে।

তবে ভালোবাসি সেই সব জড় শলাকাগুলোকে
যারা কখনই আমাকে ছেড়ে যাবে না।
আমি ছেড়ে গেলেও না।
আর তাদের মুখ ফুটে বলতে হয় না, "ভালোবাসি"
তারা তবুও শুধু নিঃশব্দে বলে, "পাশে আছি"

তাই তীব্র ভালোবাসা আমার হৃদয় স্পর্শিলেও
আমি শুধু চেয়ে থাকি
প্রেমের প্রচণ্ড ঝঙ্কার তাই কণ্ঠনালিতে আটকে যায়
উচ্চারিত হয় না আর "ভালোবাসি তোমায়"

কারন আমি ভয় পাই ভালোবাসতে
কারন আমি ভয় পাই ভালোবাসা পেতে
কারন আমি ভীত আরেকটিবার নিজেকে
... সেই তীব্র যন্ত্রণার মধ্যে প্রবাহিত করতে
তাই আমি ভালোবাসতে জানি না

(অসম্পূর্ণ)
[[কিংশুক২০১৬জানিয়ারি২৮শান্তিবাগ,ঢাকা১৬৫০]]