Concrete Mathematics -2nd Edition - Knuth Graham Patasnik
যারা কম্পিউটার বিজ্ঞান কে নিজের সাধনার ক্ষেত্র করেছেন অথবা সে পথের পথিক তাদের জন্য প্রোগ্রামিং একটা মহান শিল্প। আর মৃৎ শিল্পের ক্ষেত্রে যেমন কাদা মাটি ঠিক তেমনই প্রোগ্রামিং এর জন্য গণিত। আর গণিতের গহিনের কথা যে প্রেমিকার মত আবেগী কণ্ঠে বলে তা হচ্ছে Pure mathematics.
Pure mathematics এর উপর অসাধারণ একটা বই হচ্ছে "Concrete Mathematics : A Foundation For Computer Science"
সাধারণত সবাই এ বইটিকে নুথের কনক্রিট ম্যাথ হিসেবে চেনে।
কম্পিউটার বিজ্ঞান প্রকৌশল অনুষদ অর্থাৎ সিএসই (CSE) ডিপার্টমেন্ট এর জন্য এ বইটি টেক্সটবুক হিসেবে বাংলাদেশের BUET, SUST, IUT সহ পৃথিবীর প্রায় সব দেশেই বিশেষত আমেরিকায় বহুল প্রচলিত।
বইটির দাম পর্বে প্রায় ৬৯ ইউএস ডলার।
বাংলাদেশের নীলক্ষেত সহ সনেক স্থানেই বইটির Duplicate, Semi-Duplicate বই কম দামেই পাওয়া যায়।
তাছাড়াও ইন্টারনেটে এই বইটির ফ্রী পিডিএফ পাওয়া যায়।
যারা পিডিএফ (~11MB) ডাউনলোড করতে চান তারা এই লিঙ্ক এ যেতে পারেন >
বইটি সম্পর্কে আরো কিছু তথ্যঃ
Originally published: 1994
OCLC: 29357079
Genres: Mathematics, Computer Science
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন