অপেক্ষায় আমি

১:২০:০০ AM Kingshuk 0 Comments

প্রতি রাতে হন্যে হয়ে খুজি তোমায়
আমার প্রতিটি অস্রু কণার মাঝে
কোথায় তুমি, হে প্রিয়
ফিরে এসো আমার হৃদ মাঝারে
আমি অপেক্ষায় আছি
তুমি যে পথে ফিরবে
চেয়ে আছি সে পথে
আমি অসহায় পথিক