প্রেম বন্দনা

১১:২৯:০০ PM Kingshuk 0 Comments

পড়ন্ত বিকেল বেলায়
নরম হলুদ আলো যখন আমায় ছুয়ে দেয়
আমি তখন খুজে ফিরি আনন্দ, এক অনন্য চেহারায়
সেই চোখ, যেখানে দেখেছিলাম তীব্র প্রেমের আশ্রয়

আমার দৃষ্টি বরাবর ভাস্কর
আমি রেখেছি প্রেম, করেছি অমর
সেই ভালোবাসা কে আমি খুজেছি 
বৃষ্টির প্রতিটি ফোঁটায়, ভিজেছি অশ্রুধারায় 

কেউ দেখে নি আমায়
কিন্তু আমি দেখেছি মৃত্যু
এক সজীব নীল পদ্মের
যেখানে লুকিয়ে ছিলো লাল প্রেম

যে নীল পদ্ম আমি দিয়েছিলাম 
অনেক খানি ভালোবাসায়
সে আজ নিষ্পেষিত অবহেলায়
লাল রক্তিম অথচ মলিন গোলাপ
রাস্তায় পড়ে থাকা শুধুই খড়কুটো

আমি অপেক্ষায় আছি
কোনো এক কোমল প্রান
খুব যত্নে কুড়িয়ে নেবে সে ফুল
আদর করে বুকে রেখে দেবে
অনেক অনেক মমতায়
প্রেমে- ভালোবাসায়

সেদিন প্রেম মুক্ত হবে 
মৃত আবার উজ্জীবিত হবে
সেইদিন হবে বিজয়
পবিত্রতার বিজয়
প্রেমের বিজয়

সেদিন পড়ন্ত বিকেলে 
আবার সুরের ঝংকারে সূর অস্তমিত হবে
সে বিকেল আনন্দময়
সে বিকেল প্রেমের আশ্রয় 

[[২০১৫সেপ্টেম্বর১৩শান্তিবাগ,ঢাকা২৩৩০]]