সখি

১১:৩২:০০ AM Kingshuk 1 Comments

তোমায় খুজেছি সখি নিভৃতে রজনে 
তোমায় খুজেছি সখি ভর দুপুরে
তোমায় খুজেছি সখি ক্লান্ত বিকেলে
তোমায় খুজেছি সখি নিভৃত রজনে

সখি, বল কোথা পাই তোমা?
সখি, বল কোথা ভালোবাসা রাখা?
সখি, বল কথা গেলে শান্তি পাবো?
সখি, বল কথা পাই তোমা?

তোমা ছাড়া মম কত যে নিঃস্ব 
তোমা ছাড়া ভবে কে আছে সখি
তোমা ছাড়া সখি আমি অসম্পুর্ণ 
তোমা হিনা এ জীবন আজ মৃত

সখি, ভালোবেসে যদি ফিরে এসো সেই চির চেনা মোর পানে
সখি, ভাল্পবেসে আমি রাখিবো তোমারে আমার গহিন হৃদে