আমাদের রোবট সমাচার - DProKing MRGNC

১০:০৭:০০ PM Kingshuk 0 Comments

DProKing MRGNC R2
প্রথম যেদিন আমরা রোবট বানাবো সে দিন আমরা জানিও না যে এইটা কি জিনিস। তারপর কত জল্পনা কল্পনা। ধন্যবাদ রাতুল  ভাইয়াকে। আপনি না থাকলে হয়ত রোবটিক্স এর দিকে পা বাড়াবার সাহস পেতাম না। প্রচন্ড ইন্সপায়ারিং এই মানুষটির প্রতি শ্রদ্ধা। আর আরেকটি প্রশ্ন, মুন্নি শাহার মত, " রাতুল​ ভাইয়া, আমরা নিজে নিজে যা (রোবট হইছে কিনা জানি না :P ) বানাতে পেরেছি তাতে আপনার অনুভূতি কি?" :D 

ইয়ামিন ​, প্রভাত​ আর আমি। তিন জনে কি অক্লান্ত পরিশ্রমই না করলাম। রাত নাই দিন নাই খাওয়া নাই নাওয়া নাই, শুধু কয়েকখণ্ড কাঠ আর রঙ্গিন মেইল ফিমেইলের সাথে ইলেক্ট্রনিক যোগসংযোগ। 

মাঝে মাঝে ইয়ামিন বলে উঠতো, আর জীবনে যদি প্রজেক্ট এর কথা কেও আমার কাচের কাছে বলছিস... পিটায়া তক্তা বানামু টুট টুট টুট। 

অনেক জাগ্রত নিশিথের পরেও আমাদের প্রথম রোবট টা ফাইনালের দিন ফল করেছিলো। আমাদের প্রচন্ড মন খারাপ হয়েছিলো ঠিকই কিন্তু আমরা নিজেরা ফল ডাউন করি নি। মুহাম্মদ জাফর ইকবাল​ এর ইন্সপিরিশন আর সোহাগ​ ভাই কথা জুয়েল​ ভাইয়ের কিছু নির্দেশনা আমাদের জাগিয়ে রেখেছিল আরো অনেক গুলো রাত। ঠান্ডা কফির মগে তাকিয়ে হঠাত যদিও বলে উঠেছি, "ধুর শালা, চলে না ক্যা।" তবুও হাল ছাড়িনি।

কে যেন কবে বলেছিল, "You will must gain if you deserve." আমরা পেরেছি শেষ পর্যন্ত। আমাদের রিভিশন টু ঠিকঠাক মত চলেছে। তবে আমি জানি না আমরা আসলেই কিছু deserve করি কি না। অথবা করলেও কতটুকু। 

প্রাপ্তির খাতায় শুধু একটা মেডেল আর দুটা সার্টিফিকেট।

রিভিশন টু তে সিয়াম ভাইয়া আমাদের যদি কারিগরি যন্ত্রপাতি দিয়ে সহায়তা না করতো তাহলে তাহলে হয়তো আমরা ঠিক সময়ে কমপ্লিট করতে পারতাম না। সিয়াম ভাইয়ার প্রতি কৃতজ্ঞতা। 

কৃতজ্ঞতা আমাদের পরিবারের প্রতি 
কৃতজ্ঞতা ইমন ভাই এবং সুব্রত ভাই এর প্রতি 

অনেকেই জিজ্ঞাস করে আমাদের রোবট কি করে বা পারে। তাদের জন্য ছোট একটা রিভিউ...


  • সামনে পিছনে চলতে পারে
  • ডানে বামে ঘুরতে পারে
  • কোন কিছু ধরতে পারে, তুলতে পারে 
  • তাপমাত্রা মাপতে পারে
  • রোবট থেকে সামনের বস্তুটি কত দূরে তা মাপতে পারে
  • আর সব কিছু কন্ট্রল করা যায় যেকোনো স্মার্টফোন থেকেই
রোবটের হাত কন্ট্রোলের ভিডিওঃ


রোবটের কিছু ছবিঃ