প্রেম কাব্য

১১:৩৫:০০ PM Kingshuk 0 Comments

নদীর পাড়ে
আবীর রাঙা দিগন্তে 
আমি দেখিছিনু ম্লান হয়ে যাওয়া তুখোর সুয্যি পানে
আমি দেখেছি মিইয়ে পরা অবিরাম ঢেউ
যে ঢেউ এখনো প্রণাম করে শক্তিহীন সুর্যদেবতাকে

আমার পাশে বসা প্রিয়তমার চোখে দেখেছিলাম আমি
এক চিলতে হতাশার ছায়া
যে ছায়া হটাতে পারেনি পুনরাবৃত্তির অনুধাবনতা 
আমি দেখেছি শুধুই অসত্যের হাতছানি

আমি ফিরে এসেছিলাম
আমার নীড়ে; একাকী
অনেক স্বপ্ন চোখে দেখেছি মিথ্যা ছায়া
আমি বলি ঘোর
সবাই বলে মায়া
একজন রাশভারি ডাক্তার বলেছে
আমার নাকি অসুখ করেছে

আমি আমার আপন মনেই মনে করি সে দিনের কথা
যেদিন সুর্যটাকে খুব তারাতারি খেয়ে ফেলেছিলো দিগন্ত
আমার আঙ্গুলে যে স্পর্শ তীব্রতার সাথে বেড়েছিলো
আমি ভেবেছিলাম তা বুঝি প্রেম

কখনো ভাবিনি সে প্রেম আমার জীবনে মায়া হয়ে থাকবে
আর আমি হাস্পাতালের সিজোফ্রেনিক হিসেবে ঘুরাঘুরি করবো
আমি যার পাশে বসে থাকবো অথবা একটুখানি আশ্রয় খুজবো
সে আর কেউ নয়; আমার উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা
যাকে ওরা হ্যলুসিনেশন ডাকে

সে মিথ্যা বলেছিল
আর আজ আমার কাছে কোনো সত্য মিথ্যা নেই
আমার বাস্তবতা আজ সত্য মিথ্যার উর্ধে
আমি নিজেই আজ সত্য নই অথবা ধ্রুব সত্য



[[কিংশুক২০১৫জুলাই১৩শান্তিবাগ,ঢাকা২৩৩৪]]