স্বপ্নময় ভালবাসা

২:৫২:০০ AM Kingshuk 0 Comments

চৈত্রের ক্লান্ত দুপুরে
আমি বসন্ত বিলাসে
তপ্ত বাতাসে দেখেছি
তোমার অশান্ত চোখে
বুক বিদীর্ণ ভালবাসা

আমি সে ভালোবাসায়
সিক্ততা খুজতে চেয়েছি মাত্র
আমি বুঝিনি তখন আমার অপারগতা
আমি খুজিনি ভালবাসা ছাড়া
আমার অপর্যাপ্ত যোগ্যতা

তবুও তোমার চোখে দেখা
আমার অসংখ্য স্বপ্ন
আমার জীবনের পূর্ণতার জন্য
আমি তোমাকে চাই
আমার পাশে, সবসময়

আর আমি থাকবো তোমার স্বপ্নে
তোমার সুখে অসুখে, মনখারাপে
উচ্ছ্বাসে উদ্দীপনায়
তোমার আহ্লাদে তোমার আবদারে

তুমি তবুও আমাকে স্বপ্ন দেখতে দাও
তোমার ভালবাসার জলে ঘোলা
মায়াময় চোখে
আমার হাত ধরে আবারো সাহস দাও
সামনে চলতে দাও

ভয় দেখিয়ো না
আমি বদলে গিয়ে
আবার ফিরতে চাই
তোমার রাজ্যে
মহারানী

ফিরিয়ে দিও না
আমি যে নি:স্ব
রিক্ত হাতে ফিরিয়ো না
তুমি একটু আশ্রয় দাও
আমি আশ্রয় চাই

একবুক আশা আর ভালবাসা
নিয়ে এসেছি তোমার কাছে
তোমার রাজ্যে, মহারানী
আমি ভালোবাসি

[[২০১৫সেপ্টেম্বর২০শান্তিবাগ,ঢাকা০২৪৮]]