আহ্বান

১১:৫৩:০০ PM Kingshuk 1 Comments


শীতের আধারে
নিশিদেবী যখন তীব্র হুঙ্কার ছাড়ে
যে হুঙ্কারে লন্ডভন্ড হয়ে যায় বীরপ্রতাপের হৃদ
আমি তখন হেটেছি ঘন কুয়াশাকে আলিঙ্গন করে
খুজেছি তোমায়

সেই তোমারে
যার ভালোবাসার তীব্রতায় অ্যাডোনিসও হাড়ে
সে ভালোবাসার তীব্র ঝংকারে প্রকম্পিত হয় মম হৃদ
আমি খুজেতেছি তাকে, সেই ভালোবাসাকে, রিক্ত করে
ভালোবাস কি আমায়?

অসংখ্য অজানা প্রশ্নের ভীড়ে
আমি খুজি শুধু একটি প্রশ্ন
যে প্রশ্ন শুধু আকুতির সঞ্চার করে
যে প্রশ্নের উত্তর আসে না কোনদিন 
সে প্রশ্নঃ ভালোবাসো আমায়?

অনেক দুরের আলোয়
আমি যমুনার যম, জলে পা রেখে
ভাবি কেবল একখানা কোমল হৃদয়ের কথা
যে হৃদয় আমাকে মানুষ করেছিলো একদিন
সেদিন বসন্তে সে আমায় ছুয়েছিলো প্রেমের সাধনায়

বহুদূর অন্ধকারে সে মিলিয়েছে হয়তো
সে হয়তো আমায় পেয়েছে অন্যরুপে
বিশ্বাস কর রুপা, আমি খুজে পাইনি 
যে রুপাকে ভালোবেসেছি, অন্যথায়।

ফিরে এসো রুপা, ফিরে এসো জীবনান্দের হাত ধরে
ফিরে এসো সবুজ ঘাসে, ফিরে এসো হৃদয়ে আমার
আমি মিনিয়নদের হাত ধরে দাঁড়িয়ে আছি নদীর এপাড়ে
যেভাবে এসেছিলে প্রথম বার তেমনিভাবে, আসো আবার

রুপা, আমি প্রতিক্ষিত প্রান এক।
তির্থের কাক আমি শুধুই তোমার অপেক্ষায়।


[[কিংশুক২০১৫আগস্ট২৬শান্তিবাগ,ঢাকা২৩৫২]]

1 টি মন্তব্য:

Unknown বলেছেন...

jeitate xoss likhsi oitar aktu kom xoss ;) 3:) .. tobe xoss :P ...