আমি খুজেছি সত্যিকারের প্রেম
আমি খুঁজেছি স্নিগ্ধ প্রেম
তোমার মায়ার মাঝে
আমি খুজেছি আমার ঠাঁই
তোমার হিয়ার মাঝে
আমি খুঁজেছি নিজেকে
তোমার চোখের জলে
আমি খুঁজেছি ভালোবাসা
তোমার কোমল হাতে
আমি বেধেছিনু ঘর
আমার তোমার
প্রিয়তমা, ওগো প্রিয়
আমি বেধেছিনু ঘর
তীব্র মায়ায়, স্বপনে
আমি শুধু বুঝিনি তোমাকে
আমি বুঝিনি তোমার আকুতি
আকাশের প্রতি তীব্র আকর্ষন
আমি বুঝিনি তোমার লিপ্সিত সজন
অর্কের ছোঁয়ায় ঝলমল ঝলমল কম্পন
আমি শুধু খুঁজেছি প্রেমের সুর
যে সুর মুর্ছনায় সম্মোহিত হয় গোটা পৃথিবী
আমি পাই নি কোথাও খুজে
একটুকু প্রেমের আশ্রয়
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন