নীলপরীর পানে
.
নীলপরী, কেন এতো পড়া পড়া কর?
নীলপরী, কেন এতো পড়া পড়া কর?
জানো না, টেক্সটবুক আমার ভাল্লাগে না
এই, একটু গল্প করি চলনা
তোমার গল্প আমার গল্প
নীলপরী, মাঝে মাঝে কোথায় চলে যাও
বলতো, এথায় খুজি সেথায় খুজি
মাঝে মাঝে পাই না কেনো তোমায়
নীলপরী, দেখেছ আমি কত্ত ভালো
জানো, এর আগে আমি খাইয়ে দেই নি কাউকে কখনো
তোমার ঠোটের কোণে লেগে থাকা এঁটো
মুছে দিতে আমার খুব ভালো লাগে
নীলপরী, আমি আর কত পড়বো বল
আর ভাল্লাগে না।
চল না যাই, ঘুরে আসি
নিরিবিলি, যেখানে শুধুই নদীর জলের শব্দ
আর পাখিদের হৈচৈ সূর
নীলপরী, দেখেছো আমি কত্ত ভালো
তোমাকে গল্প বলে গান শুনিয়ে ঘুম পাড়াই
ঘুমন্ত তোমার অধর চুমে আমিও ঘুমাই
নীলপরী, ভালোবাসি।
[[কিংশুক২০১৫সেপ্টেম্বর১৬শান্তিবাগ,ঢাকা২০২৩]]
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন