কল্পবিলাস
খুঁজিয়া ফিরেতেছি তারে
ভালবাসিব আমি যারে
বেড়াইব দুজন চুপিসারে
পাশাপাশি বসিব নির্জন নীড়ে।
ভালবাসিব আমি যারে
বেড়াইব দুজন চুপিসারে
পাশাপাশি বসিব নির্জন নীড়ে।
পাখি হটাৎ দিবে শীষ
মুখরিত হবে ককিলের কুহুতানে;
আমরি! এ কিসের বিষ
কিসের এত টান, কাহার পানে?
মুখরিত হবে ককিলের কুহুতানে;
আমরি! এ কিসের বিষ
কিসের এত টান, কাহার পানে?
চোখে চোখ রেখে কথা কয়ে যাব
নির্জনে নিরবতা হব,
হাতে হাত রেখে হেটে যাব
সুরেলা তানে দুজনে নাচিব।
নির্জনে নিরবতা হব,
হাতে হাত রেখে হেটে যাব
সুরেলা তানে দুজনে নাচিব।
২০১২ এপ্রিল ০৫
ঢাকা, ২৩৩০
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন